Howrah

Apr 13 2023, 19:58

*জেনে নিন ছুটির দিনে মেট্রোর তালিকা*

14.04.2023 তারিখে মেট্রো রেলওয়ে ছুটির বিশেষ পরিষেবা চালাবে

14.04.2023 (শুক্রবার) তারিখে মেট্রো রেলওয়ে 234টি পরিষেবা (117 UP এবং 117 DN) চালাবে ডাঃ বি আর আম্বেদকরের জন্মদিন ছুটি ঘোষণা করা হয়েছে।

 

প্রথম পরিষেবা শুরু হবে:-

06:50 টায়। দমদম থেকে কবি সুভাষ। (পরিবর্তন নেই)

06:50 টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর। (পরিবর্তন নেই)

06:55 টায় দমদম থেকে দক্ষিণেশ্বর (কোনও পরিবর্তন নেই)

07:00 টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)

শেষ পরিষেবা শুরু হবে:-

21:28 টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)

21:40 টায়। দমদম থেকে কবি সুভাষ (কোন পরিবর্তন নেই)

21:30 টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)

21:40 টায়। কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)

  

গ্রীন লাইন (পূর্ব-পশ্চিম করিডোর) এবং পার্পল লাইনে (জোকা-তারাতলা) পরিষেবাগুলি অপরিবর্তিত থাকবে।

জানালেন মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারী কৌশিক মিত্র।

Howrah

Apr 13 2023, 14:42

*শহর জুড়ে তীব্র তাপপ্রবাহ*

শহর জুড়ে তীব্র তাপপ্রবাহ।বেশ কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ উর্ধমুখী।সঙ্গে গরম হাওয়া।আজ একই রকম অস্বস্তিকর আবহাওয়া।বেলা বাড়ার সাথে সাথে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা।খুব প্রয়োজন ছাড়া মানুষ রাস্তায় বের হয়নি।যারা বেরিয়েছেন তাদের অনেকেই ব্যবহার করছেন ছাতা।মাথা মুখ কাপড় দিয়ে ঢেকে কাজে বেরিয়েছেন অনেকে।

ঠান্ডা পানীয় লস্যি ও ডাবের বিক্রি বেড়েছে। অন্যদিকে হাওড়ার বিভিন্ন এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশ আধিকারিকদের দেখা গেল বারবার মুখে ও মাথায় পানীয় জল ব্যবহার করছেন যাতে কিছুটা গরম থেকে রেহাই পান কারণ তাদের রাস্তার উপরে দাঁড়িয়ে গরমে কাজ করতে হচ্ছে।

Howrah

Apr 12 2023, 17:38

*প্রথম মেট্রো রেক হুগলি নদীর তলদেশে হাওড়া ময়দানে পৌঁছেছে*


কলকাতা, 12.04.2023

 কলকাতা মেট্রো আজ 12.04.2023 তারিখে আরেকটি ইতিহাস তৈরি করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর আজ শক্তিশালী হুগলি নদীর তলদেশে ছুটল দেশের প্রথম মেট্রো। ভারতে প্রথমবারের মতো নদীর তলদেশে মেট্রো যাত্রা শেষ করেছে।

শ্রী পি উদয় কুমার রেড্ডি, জেনারেল ম্যানেজার, মেট্রো রেলওয়ে এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে মহাকরণ থেকে হাওড়া ময়দান স্টেশন পর্যন্ত রেক নং MR-612-এ ভ্রমণ করেছিলেন। এই রেক 11:55 টায় হুগলি নদী পার হয়েছিল। শ্রী এইচ এন জয়সওয়াল অতিরিক্ত মহাব্যবস্থাপক, মেট্রো রেলওয়ে এবং এমডি, কেএমআরসিএলের পাশাপাশি মেট্রো রেলওয়ে এবং কেএমআরসিএল-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এই যাত্রায় তাঁর সাথে ছিলেন। রেক সেখানে পৌঁছানোর পর শ্রী রেড্ডি হাওড়া স্টেশনে পুজো দেন।

পরে রেক নং MR-613ও নিয়ে যাওয়া হয় হাওড়া ময়দান স্টেশনে। এটিকে একটি ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে, জেনারেল ম্যানেজার জানিয়েছেন যে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ট্রায়াল চালানো হবে আগামী 7 মাস এবং তার পরে এই প্রসারিত নিয়মিত পরিষেবা শুরু হবে।

KMRCL-এর সমস্ত কর্মী, প্রকৌশলী যাদের প্রচেষ্টায় এবং তত্ত্বাবধানে এই ইঞ্জিনিয়ারিং বিস্ময় অর্জন করা হয়েছে তারা খুশি যে তাদের স্বপ্ন পূরণ হয়েছে।

শ্রী কৌশিক মিত্র, CPRO/মেট্রো রেলওয়ে বলেছেন যে "এটি মেট্রো রেলওয়ের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত কারণ অনেক বাধা অতিক্রম করে আমরা হুগলি নদীর তলদেশে রেক চালাতে সফল হয়েছি৷ কলকাতা এবং শহরতলির মানুষকে একটি আধুনিক পরিবহন ব্যবস্থা প্রদানের ক্ষেত্রে এটি একটি বৈপ্লবিক পদক্ষেপ। এটা আসলেই বাংলার মানুষের জন্য ভারতীয় রেলের পক্ষ থেকে একটি বিশেষ নতুন বছরের উপহার”।

 যেহেতু দুটি মেট্রো রেক আজ এসপ্ল্যানেড স্টেশন থেকে হাওড়া ময়দান স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে, শীঘ্রই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত 4.8 কিলোমিটার ভূগর্ভস্থ অংশে ট্রায়াল শুরু হবে৷ আশা করা হচ্ছে যে এই প্রসারিত বাণিজ্যিক পরিষেবাগুলি এই বছরে শুরু হবে। একবার এই প্রসারিতটি খোলা হলে হাওড়া হবে দেশের গভীরতম মেট্রো স্টেশন (পৃষ্ঠ থেকে 33-মিটার নীচে)। মেট্রো 45 সেকেন্ডের মধ্যে হুগলি নদীর তলদেশে 520 মিটার প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। নদীর তলদেশে এই টানেলটি জলস্তর থেকে ৩২ মিটার নিচে।

Howrah

Apr 11 2023, 21:32

*লুইজিনো ফেলেইরো পদত্যাগ করায় খুশি তৃণমূল সাংসদ*

রাজ্যসভার তৃণমূলের সাংসদ লুইজিনো ফেলেইরো সাংসদ পদ থেকে পদত্যাগ করায় খুশি তৃণমূলের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। আজ হাওড়ার এক অনুষ্ঠানে তিনি বলেন আমি খুব খুশি। তিনি কোন কাজ করতেন না। আমাদের সঙ্গে থাকতেন না। বিজেপির সঙ্গে তার গোপন আঁতাত ছিল। বিজেপি টাকা পয়সা ছড়িয়ে এসব কাজ করে।

এদিন তিনি আরো বলেন রামনবমীর দিনে শিবপুরে গন্ডগোলে বিজেপির হাত ছিল। বাইরে থেকে লোকজন এবং অস্ত্রশস্ত্র নিয়ে এসে তারা গন্ডগোল পাকায়। পুলিশ কমিশনার দারুন কাজ করেছেন। শিবপুর এবং হাওড়া থানার আইসি বদল প্রসঙ্গে তিনি বলেন তাদের কাজে খামতি ছিল। তাই তাদের চিফ সেক্রেটারি বদলি করেছেন।

Howrah

Apr 10 2023, 16:04

*বিজেপি করায় দন্ডী কাটালো তৃণমূল*


হাওড়া : দক্ষিণ দিনাজপুরে বিজেপি করার অপরাধে চারজন আদিবাসী মহিলাকে বলপূর্বক দন্ডী খাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।এরই প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি।আজ হাওড়ার বিভিন্ন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা কর্মীরা।

উত্তর হাওড়া বিজেপি নেতা আনন্দ সোনকার জানান আদিবাসী দের প্রতি তৃণমূলের যে বিরূপ মনোভাব তা মেনে নেওয়া যায় না।এরআগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে এরকম মনোভাব দেখিয়েছিলো টিএমসি।পরবর্তী কালে আরো বড় আন্দোলন করবে বিজেপি।

Howrah

Apr 10 2023, 11:35

*প্লাস্টিক কারখানায় আগুন, ছড়ালো আতঙ্ক*


ঘুসুড়ির নস্কর পাড়ায় একটি প্লাস্টিক কারখানায় আগুন। আজ সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন কারখানা থেকে কালো ধোঁয়া বেরোতে।এরপর আগুন খুব দ্রুত কারখানাটি গ্রাস করে নেয়।ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায আতঙ্ক ছড়িয়ে পড়ে।এলাকার মানুষ প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়।

ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন আসে।প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কি করে আগুন লাগল তা এখনো স্পষ্ট নয়।তবে কারখানাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

Howrah

Apr 10 2023, 11:34

*বিধ্বংসী আগুনে ভস্মীভূত ১৫০টি দোকান*


উলুবেড়িয়া- বৃহস্পতিবার বিকেলে ১৬ নং জাতীয় সড়কে কোলাঘাটমুখী লেনের পাশে সাঁকরাইলের নাবঘরা বাজারে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছিল প্রায় ১৫০ টি অস্থায়ী দোকান। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি বন্ধ প্লাস্টিকের কারখানা।

ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ১৬ নং জাতীয় সড়কের পাশে বাগনানের চন্দ্রপুরে। জানা গেছে ১৬ নং জাতীয় সড়কের পাশের এই প্লাস্টিক কারখানায় ব্যাবহৃত প্লাস্টিকের বোতল থেকে সুতো ও কৃত্রিম তুলো তৈরি হত। বর্তমানে কারখানাটি বন্ধ। স্থানীয় সূত্রে খবর রবিবার রাত ১১ টা নাগাদ আচমকাই কারখানায় আগুন লেগে যায়।

কারখানায় দাহ্য পদার্থ মজুত থাকায় চোখের নিমিষে আগুনের লেলিহান শিখা কারখানাটিকে গ্রাস করে নেয়‌ আগুন লাগার খবর পেয়ে প্রথমে দমকলের ২ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকলের প্রাথমিক অনুমান শট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। স্থানীয় বাসিন্দারা জানান আগে কারখানায় উৎপাদন হলেও গত বছর থেকে কারখানাটি বন্ধ হয়ে আছে।

Howrah

Apr 10 2023, 11:32

*পি এফ এর টাকা না দেওয়ায় শুরু অবরোধ*


হাওড়া: আজ সকালে হাওড়া দাসনগর থানার অন্তর্গত ভারত জুড় মিলে শ্রমিকরা, তারা রাস্তা অবরোধ করলেন প্রায় এক ঘন্টা রাস্তা অবরোধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে পথ অবরোধ উঠে গেল তাদের দাবি দীর্ঘদিন তাদের পি এফ এর টাকা বন্ধ করে দিয়েছে মার্চ মাসের মাইনেও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ তার ফলে তারা সমস্যার সম্মুখীন হন ।

এদিকে সরকারের তরফ থেকে আশ্বাস দেয়া হয়েছিল যে ২৬ শতাংশ সরকারের হাতে থাকবে এই মিল সরকারের কোন পদক্ষেপ তা না দেখতে পেয়ে সমস্ত সংগঠন একত্রিত হয়ে তারা মাঠে নামেন।

Howrah

Apr 09 2023, 17:36

*আটকে দেওয়া হল কেন্দ্রীয় ফ্যাট ফাইন্ডিং কমিটির সদস্যদের*

হাওড়ার রামনবমীতে অশান্তির ঘটনা।সরজমিনে খতিয়ে দেখতে আসা কেন্দ্রীয় ফ্যাট ফাইন্ডিং কমিটির সদস্যদের আটকে দেওয়া হলো দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায়।  

আজ রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় ফাইন্ডিং কমিটির ছয় জন সদস্য এর প্রতিনিধি দল এসে পৌঁছালে তাদেরকে ঢুকতে বাধা দেয় হাওড়া সিটি পুলিশ।তাদের জানানো হয় বর্তমানে শিবপুরে যেখানে অশান্তি ছড়িয়ে ছিলো সেখানে ১৪৪ ধারা রয়েছে।

সেই ক্ষেত্রে তারা ওই জায়গায় প্রবেশ করলে আইন শৃঙ্খলা অবনতি হতে পারে। নতুন করে কোনো রকম অশান্তি যাতে না ঘটে সেই কারণেই তাদের যেতে অনুমতি দেয়নি হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। এই নিয়েই দু পক্ষের মধ্যে বাক বিতর্ক চলতে থাকে প্রায় ঘন্টা খানেক। তবুও যাবার অনুমতি না পেয়ে কলকাতার উদ্দেশ্যে ফিরে যান কমিটির সদস্যরা। গোটা বিষয় নিয়ে প্রতিনিধি দলের সদস্যরা রাজ্য সরকারের সমালোচনা করেছেন।

একই সঙ্গে তাঁদের আটকে দেওয়াকে আইন বহির্ভূত বলে দাবি করছেন।কমিটির সদস্য (প্রাক্তন বিচারপতি পাটনা হাইকোর্ট) নরসীমা রেড্ডী জানান পুলিশ রাজনৈতিক নেতাদের মত আচরন করছে।সবাই শিবপুরে যেতে পারলেও তাদের আটকানো হলো।বিষয়টি তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জানাবেন।

Howrah

Apr 08 2023, 19:44

*দিল্লির উদ্দেশ্যে রওনা দিল ডিএ আন্দোলনকারীরা*

ডিএ নিয়ে আন্দোলনকে দিল্লী পর্যন্ত নিয়ে যেতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। আজ এই উপলক্ষে হাওড়া স্টেশন থেকে সরকারি কর্মচারীদের ১০০ জনের একটি দল দিল্লির উদ্দেশ্যে রওনা হল। আগামী ১০ এবং ১১ ই এপ্রিল দিল্লি জন্তরমন্তরে ধরনায় বসবেন তারা। সংগ্রামী যৌথ মঞ্চের নেতা বিশ্বজিৎ মিত্র এদিন রাজধানী এক্সপ্রেসে ওঠার আগে বলেন আমরা ৭৩ দিন কলকাতার ধর্মতলায় ধরনায় বসেছি।

রাজ্য সরকারের কাছে বারবার আবেদন করেছি তিন দফা দাবির সমর্থনে। এই তিন দাবি হল রাজ্যের সরকার কর্মচারীদের প্রাপ্য ডিএ দিতে হবে, স্বচ্ছতার সঙ্গে শূন্য পদে নিয়োগ করতে হবে এবং অস্থায়ী কর্মীদের স্থায়ী করতে হবে। কিন্তু সরকার তাদের দাবিকে কর্ণপাত করেনি। তাই তারা দিল্লিতে ধরনায় বসে প্রতিবাদ করবেন। সেখানে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে স্মারকলিপি জমা দেবেন। তিনি আরো বলেন গোটা রাজ্য থেকে প্রায় ৬০০ জন বিভিন্ন ট্রেনে দিল্লির এই ধর্ণা মঞ্চে যোগ দেবেন।

বাইট..১..বিশ্বজিৎ মিত্র(সদস্য)